রাজধানী কাবুলে প্রবেশের মধ্য দিয়ে দেশটির ক্ষমতা দখলের দ্বারপ্রান্তে তালেবান। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ‘শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর’ করতে চাইছে আফগানিস্তান সরকার। আজ রবিবার আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
আফগানিস্তানের জনগণের ওপর প্রতিশোধ নেওয়া হবে না। আমরা আফগানিস্তানে, বিশেষ করে কাবুল শহরের মানুষকে আশ্বস্ত করছি যে, তাদের সম্পত্তি, তাদের জীবন নিরাপদ। প্রতিশোধ নেওয়া হবে না। আমরা জনগণ এবং এই দেশের সেবক তালেবানের মুখপাত্র সুহেল শাহীন বিবিসিকে বলেছেন।
সুহেল শাহীন আরো বলেন, আমাদের বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে কাবুলের গেটে অবস্থান করতে। শহরে প্রবেশ না করার জন্য বলা হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের অপেক্ষায় আছি। তিনি আরো বলেন, আফগানরা ইসলামী এই সরকার ব্যবস্থায় অংশগ্রহণ করবে। অর্থাৎ যারা তালেবান নয় তাদেরও অন্তর্ভুক্ত করা হবে।
সূত্র : বিবিসি