কবিতা সমগ্র

কবিতা – কবি.রোকসানা ইয়াসমিন মনি

বুকে অন্ধকার পুঁতে
কবিতা তোমাকে এনেছিলাম,
আমার অসহায় ধ্বনি
শব্দের পরমানুতে ভেঙ্গে
তোমাকে খুঁজেছিলাম।
প্রকৃতির আত্মায় নিজেকে
জড়ায়ে সমাপ্তহীন আর্তনাদে
সমুদ্র হয়েছিলাম;
মহাঘূর্ণির মহাপ্লাবনে নেমে
একাকীত্বের চরে নেমেছিলাম।
অবিনশ্বর ঘোরের মগ্নতায় নেমে
করেছি পাঠ কত অনুস্বার,
তৃষ্ণার দহনে কবিতা না পেয়ে
নিস্তব্ধ মন করেছে হাহাকার।
কবিতা খুঁজতে গোধূলির রঙ
ধুয়েছে আমার ধ্যানের শরীর,
কী করে হয় যে কবিতার নাম
জবাবহীন উত্তরে প্রশ্নের ভীড়!
মহাকালে যে সমুদ্রের গর্জন,
অনন্ত রহস্যেেই পথচলা তার;
নিঃসীম শূণ্যতাকে ঢাকতে গিয়ে
ঢেউয়ের ভেতর করেছে চিৎকার!
বহুকাল গেছে চেনা হয়নি তাকে
শুঁকতে পারিনি তার কস্তুরি ঘ্রাণ,
তবু অনন্ত তৃষ্ণার দরোজা খুলে
বুকে শুনি তার অমোঘ আহবান!
আমার হাসি কান্না নির্জনে ঘুরে
মহাচক্রের পাঠে খুঁজেছে তোমায়,
কবিতা,কে তুমি?ধ্যানের আখ্যানে
কবির কল্পনা জুড়ে আসো বেলা
অবেলায়!
Show More
Back to top button