কুমিল্লা জেলালাকসাম
Trending

করোনা মহামারীতে লাকসামে বিএটিবির পরিবেশকের অনন্য উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: করোনা পরিস্থিতিতে লাকসামে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেডের পরিবেশক মেসার্স মমিন ষ্টোর এর মালিক মোহাম্মদ সালাউদ্দিন সোহাগ সাহেব নিয়েছেন এক অনন্য উদ্যোগ। সোহাগ সাহেব তার নিজ পরিবারের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি তিনি তার কর্মীদের এবং কর্মীদের পরিবারের করোনা থেকে নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে তার সকল যোগ্য কর্মচারীদের এবং তাদের পরিবারের সদস্যদের জন্য স্বক্রীয়ভাবে টিকা নিবন্ধন প্রক্রিয়া চালাচ্ছেন। এখন পর্যন্ত তার অধীনে কাজ করা 25 বছরের বেশি বয়সী সকল কর্মীদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন এবং ৭০% কর্মীরা ইতিমধ্যে করোনা টিকার ১ম ডোজ নেয়া সম্পন্ন করেছেন। শুধুমাত্র তার নিজ কর্মী পর্যন্ত থেমে থাকেন নি সোহাগ সাহেব। তিনি উদ্যোগ নিয়েছেন তার ব্যবসার সাথে সম্পর্কিত সকল মানুষকে টিকা নিবন্ধন প্রক্রিয়ার আওতাভূক্ত করে ফেলা। উনার বিশ্বাস এই করোনা আক্রান্ত সময়ে আমাদের  ব্যবসায়িক বন্ধুদের সুস্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার একান্তই জরুরী এবং গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন একসাথে মিলে এবং সুরক্ষিত থাকার মধ্যেই করোনা পরিস্থিতির সাথে মোকাবেলা করতে পারবো আমরা। সরকার কর্তৃক নির্ধারিত নির্দেশনার সাথে সামঞ্জস্য রেখে তিনি এখন টিকা প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা প্রচার করেছেন এবং তার সাথে সম্পর্কিত তার কর্মচারী এবং ব্যবসায়িক মালিক উভয়কে ভ্যাকসিন গ্রহনের জন্য উৎসাহিত করেছেন। মোহাম্মদ সালাহ উদ্দিন সোহাগ জানিয়েছেন সামাজিক ও মানবিক দিক বিবেচনা করে তিনি এ উদ্যোগটি নিয়েছেন। তিনি আরো জানিয়েছেন শতভাগ না হওয়া পর্যন্ত এই রেজিষ্ট্রেশন কার্যক্রম চলবে।

Show More

Related Articles

Back to top button