কুমিল্লা জেলালাকসাম
প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে লাকসাম সমাজসেবা অফিস কর্তৃক ওরিয়েন্টশন

শহীদুল ইসলাম শাহীন: লাকসাম উপজেলা সমাজসেবা অফিস কর্তৃক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় সারগেদ/শিক্ষানবিশ প্রশিক্ষণার্থীদের ওরিয়েন্টশন ও অনুদান বিতরণ অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অফিসার উপন্যাস চন্দ্র দাসের মনোমুগ্ধকর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এড. ইউনুছ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মানসি পাল। অনুষ্ঠান শেষে অনুদানের চেক বিতরণ এবং সমাজসেবা কর্তৃক ঋণ বিতরণ করা হয়। বর্তমান সরকারের এসব উদ্যোগকে উপকারভোগীরা সাধুবাদ জানানো সহ শুকরিয়া আদায় করেছেন ওরিয়েন্টেশন ও অনুদান বিতরণ অনুষ্ঠানের কারিগরি সহযোগিতায় ছিলেন অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়।