কুমিল্লা জেলালাকসাম

লাকসাম পৌরসভার ১শ ৭০ কোটি টাকার বাজেট ঘোষনা

লাকসাম।
লাকসাম পৌরসভার ২০২১-২২ অর্থ বছরে ১শ ৭০ কোটি টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। বুধবার সকালে লাকসাম পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের পৌরসভা সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বাজেট ঘোষনা করেন।
তিনি জানান, এবারের বাজেটে নতুন কোন কর আরোপ না করে করের আওতা বৃদ্ধি করা হয়েছে। তবে গতবারের চাইতে এবারের বাজেটে প্রায় ১৭ কোটি টাকা কম বরাদ্দ রাখা হয়েছে। বৈশ্বিক মহামারির কারনে প্রত্যাশিত বৈদেশিক আর্থিক সহায়তা না পাওয়ায় বাজেটে এ ঘাটতি দেখানো হয়েছে।
এ সময় সংবাদ সম্মেলনে বাজেট আলোচনায় অংশ নেন, পৌর কাউন্সিলর মোঃ খলিলুর রহমান (প্যানেল মেয়র-১), মোঃ শাহজাহান মজুমদার,(প্যানেল মেয়র-২), মোহাম্মদ উল্লাহ, এডভোকেট মাসুদ হাসান, আব্দুল আজিজ, মুনছুর আহমেদ মুন্সি, মোহাম্মদ আবু ছায়েদ বাচ্চু, মোঃ দেলোয়ার হোসেন, গোলাম রাব্বানী, মোসফিকা আলম মিতা,(প্যানেল মেয়র-৩), নাছিমা সুলতানা, নাছিমা আক্তার, পৌর সচিব মোঃ আলা উদ্দিন, হিসাব রক্ষণ কর্মকর্তা আকতার হোসেন, নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আহমেদ, প্রধান সহকারী আবুল খায়ের, ক্যাশিয়ার আবুল খায়ের প্রমুখ।
বাজেট ঘোষণাকালে মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের জানান, বাজেটে মোট আয় ধরা হয়েছে ১শত ৭০ কোটি ২৪ লাখ ১৬ হাজার ৮১৩ টাকা। প্রায় ২ কোটি টাকা বাজেট উদ্বৃত্ত রেখে ব্যয় ধরা হয়েছে ১শত ৬৮ কোটি ১৮ লাখ ৮ হাজার টাকা। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২১কোটি ৭৯লাখ ৭৬হাজার ৭৪০ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২০কোটি ৭৯ লাখ ৫৮ হাজার টাকা। বাজেটে উন্নয়ন আয় ধরা হয়েছে ১শত ৪৬কোটি ৬১লাখ ৯হাজার ৯৬টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১শত ৪৫ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা। এবারের বাজেটে সর্বোচ্চ রাস্তাঘাট নির্মান খাতে ৪০কোটি ২০ লাখ টাকা, পানি নিস্কাসন ও জলবদ্ধতা নিরসনকল্পে ২০কোটি টাকা, পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ৩০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
Show More

Related Articles

Back to top button