কুমিল্লা জেলালাকসাম
লাকসাম চিতোষী মাওলানা বাজারে কাকা সুজ শোরুম উদ্বোধন
কুমিল্লা লাকসাম উপজেলার চিতোষী মাওলানা বাজারে জিরো পয়েন্টে রবিবার (১৮ জুলাই) সকালে কাকা সুজ এর শোরুম উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ দোকানটি উদ্বোধন করেন মুদাফরগঞ্জ দঃ ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান ইউনুস মিয়া।
চিতোষী মাওলানা বাজারে কাকা সুজ শোরুমের প্রতিষ্ঠানের পরিচালক আবদুর রহমান লাতুর তত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাকা সুজ কোম্পানির প্রতিনিধি কাজী জামশেদ আলম,মিলন মজুমদার, মাওলানা হাজী দেলোয়ার হোসেন, মাওলানা খোকন মিয়া, মিজানুর রহমান টিটুসহ এলাকার ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।