খেলা

৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে জয় বঞ্চিত ম্যানইউ

জয়ের প্রস্তুতি হয়তো সেরেই নিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এভারটনের পাওয়া শেষ মুহূর্তের গোলে জয় বঞ্চিত থেকে যায়।

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ৩-৩ গোলে এভারটনের বিপক্ষে ড্র করেছে ওলে গানার সুলশারের শিষ্যরা।

শনিবার ঘরের মাঠে ২৪তম মিনিটে এডিনসন কাভানির গোলে এগিয়ে যায় ম্যানইউ। আর প্রথমার্ধের শেষ মিনিটে ব্যবধান বাড়ান ব্রুনো ফার্নান্দেস।

তবে বিরতির পর আক্রমণ বাড়িয়ে ম্যাচে ফেরে এভারটন। চার মিনিটের মধ্যে দুটি গোল শোধ করে সফরকারীরা। ৪৯তম মিনিটে ডোউকোউরে ও ৫২তম মিনিটে হামেস রদ্রিগেস গোল দুটি করেন।

খেলার ৭০তম মিনিটে ম্যাকটোমিনে ম্যানইউকে লিড এনে দেন। কিন্তু যোগ করা সময়ে এভারটনের কালভার্ট-লিউইন গোল করে রেড ডেভিলদের স্বপ্ন ভাঙেন।

লিগে ২৩ ম্যাচে ১৩ জয় ও ৬ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। দুই ম্যাচ কম খেলে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ২২ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে লেস্টার সিটি তিনে, ৪০ পয়েন্ট নিয়ে শিরোপাধারী লিভারপুল আছে চার নম্বরে।

২১ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে ছয়ে আছে এভারটন। আর্সেনাল ২৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে।

Show More

Related Articles

Back to top button