
মোহাম্মদ উল্লাহ রানা : বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের ৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শু্ক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশের অডিটোরিয়ামে শপথ পড়ান তারাবো পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার।

এ সময় অতিথিদের ফুলেল শুভেচ্ছা দেয়ার পর নির্বাচিত সদস্যরা একত্রে শপথ পাঠ করেন। দেশের ৩২৯ টি পৌরসভার ৩২ হাজার ৫শ কর্মকর্তা কর্মচারী রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন প্রাপ্তির একদফা দাবিতে আন্দোলন করে আসছে, এই কমিটি তাদের প্রতিনিধিত্ব করবে।

নির্বাচিত সদস্যরা ৩ বছর মেয়াদে তাদের দায়িত্ব পালন করবেন। গত ৬ ফ্রেব্রুয়ারি তাদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।