দেশজুড়ে
আবুল হাসেম (আমদুয়ারের) হুজুরের জানাজায় লাখো মানুষের ঢল
মাসুদুর রহমান, লাকসাম :
দক্ষিণ কুমিল্লার প্রখ্যাত আলেমেদ্বীন, নাঙ্গলকোট কেন্দ্রীয় মসজিদের সাবেক ইমাম, পাটোয়ার ফাযিল মাদ্রাসা ও বড়বাম ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, আমদুয়ারের হুজুর মাওলানা আবুল হাশেমের জানাজায় লাখো মানুষের ঢল নেমেছে। আজ (২৯মে) শনিবার সকাল ১০ ঘটিকায় নিজ গ্রাম আমদুয়ারে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরেস্থানে দাফন করা হয়। তিন গতকাল শুক্রবার (২৮মে) দুপুরে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নামাজে ইমামতি করেন ছারছীনা হুজুরের জামাতা ড. রুহুল আমিন।
মরহুমের জানাজার নামাজে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম মোবাইল ফোনে বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি আমদুয়ারের হুজুর মাওলানা আবুল হাশেমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুদ্দিন কালু, লাকসাম পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, মীরসরাই দরবার শরীফের হুজুর মেসবাহুল ইসলাম লতিফী ও বিভিন্ন এলাকা থেকে আগত অলেম-ওলামা, সামাজিক, রাজনৈতিক ব্যাক্তিসহ লাখো মানুষ।