দেশজুড়ে

মায়ের জন্য পাত্র খুঁজছেন ছেলে!

আধুনিকায়নের এই যুগেও অনেকটাই রক্ষণশীল আমরা বাঙালি জাতি। পশ্চিমা সংস্কৃতিতে মায়ের বিয়ে অনেকটা সাধারণ বিষয় হলেও বাঙালিদের ক্ষেত্রে স্বামীর মৃত্যুর পর কোন নারীর বিয়ে করা যেন অপরাধ! আর সে নারীর যদি বিবাহিত সন্তান থাকে তাহলে তো সেটা অনেকক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। তবে এবার সেই প্রথা ভেঙে নিজের মায়ের বিয়ের উদ্যোগ নিলেন ঢাকার কেরাণীগঞ্জের মোহাম্মদ অপূর্ব।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের মায়ের জন্য সুযোগ্য পাত্রের সন্ধান করে পোস্ট দিয়েছেন অপূর্ব। তিনি লিখেন, তার বাবার মৃত্যুর পর তার মায়ের বাকি জীবন চলার পথে একজন সঙ্গী চান। মানানসই হিসেবে সাদামাটা ও নামাজী মানুষ চান তিনি।

মায়ের বিয়ের বিষয়ে অপূর্বের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‌’আম্মু এখনো ইয়াং; বাকি জীবনটা কটানোর জন্য তার একজন জীবনসঙ্গী দরকার। এমন একজন মানুষ দরকার যে সুখ-দুঃখে আম্মুর পাশে থাকবে। আর আম্মুর বিয়ের ব্যাপারে আমার ভাই-ভাবিরও কোন আপত্তি নেই।

এ বয়সে মায়ের বিয়ে দিচ্ছেন মানুষজন কটু কথা বলে কিনা- এমন প্রশ্নের জবাবে অপূর্ব বলেন, মানুষের কথায় আমাদের কোন যায় আশে না। কারোর জন্য কারো জীবনই থেমে থাকে না।

প্রসঙ্গত, ১৯৮৮ খ্রিষ্টাব্দে ব্যবসায়ী মো. ইয়াদ আলীর সাথে বিয়ে হয় অপূর্বের মা ডলি আক্তারের। ২০১৯ খ্রিষ্টাব্দে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান মো. ইয়াদ। তাদের দুই সন্তান, বড় ছেলে ইমরান হোসেন বিবাহিত আর ছোট ছেলে মোহাম্মদ অপূর্ব অনলাইন ব্যবসা করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button