দেশজুড়ে

সম্পত্তি লিখে না দেয়ায় বাবাকে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ

হবিগঞ্জের বাহুবলে সম্পত্তি লিখে না দেয়ায় বাবাকে শিকল দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগে ছেলেমেয়েকে আটক করেছে পুলিশ। এসময় শিকল পরা অবস্থায় বাবা আবুল কালাম ওরফে আবু মিয়াকে উদ্ধার করে পুলিশ।

আবু মিয়া উপজেলার সদর ইউনিয়নের দশকাহনিয়া গ্রামের বাসিন্দা। রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেলে তাকে উদ্ধার করা হয়।

আটকরা হলেন-আবুল কালাম আবু মিয়ার মেয়ে ঝর্ণা (৫৫) ও ছেলে সোহাগ (১৫)।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিকলে বাঁধা অবস্থায় বৃদ্ধ আবু মিয়াকে উদ্ধার করা হয়েছে। বাবাকে শিকলে বেঁধে ঘরে আটকে রাখার অপরাধে তার ছেলেমেয়েকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ছেলেমেয়েদের অভিযোগ, তাদের বাবা মানসিক ভারসাম্যহীন। তিনি নিজের সম্পত্তি অন্যত্র বিক্রি করে দিচ্ছেন বলেই তারা ঘরে আটকে রেখেছিলেন।

Show More

Related Articles

Back to top button