বিনোদন

‘তাড়াহুড়োয় বিয়ে করে অসুখী দাম্পত্য জীবন কাটাতে চাই না’

বলিউডে অভিনয় দিয়ে ছক ভেঙেছেন যারা তাদের মধ্যে একজন হলেন, ‘দম লাগাকে হাইসা’ অভিনেত্রী ভূমি পেডনেকর। এই ছবির জন্য বিশ কেজি ওজন বাড়িয়েছিলেন তিনি।

পরবর্তীতে তিন মাস সময় নিয়েছিলেন ফিট হয়ে উঠতে। অক্ষয় কুমারের বিপরীতে ‘টয়লেট এক প্রেম কথা’, ‘রকসা বন্ধন’, রাজকুমার রাও -এর বিপরীতে ‘বাধাই দো’, আয়ুষ্মান খুরানার বিপরীতে ‘বালা’ সব সিনেমাতেই নজর কেড়েছেন তিনি। বর্তমানে বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে, এমনকী ছবির প্রচারেও ভূমি বেছে নেন ভিন্ন লুক।

পোশাক বাছাইয়ের ক্ষেত্রে অভিনেত্রীর পছন্দের তালিকায় যোগ হয়েছে অদ্ভুত কিছু বৈশিষ্ট্য।‌কখনও সরু ফিতে, কখনও বক্ষ যুগলে সাপের আকৃতির‌ পোশাকে দেখা যায় ভূমিকে। এই কারণে নেটিজেনদের কটাক্ষের শিকারও হন‌ অভিনেত্রী। কিন্তু কখনও ভেঙে পড়েননি তিনি। কটাক্ষের জবাব না দিলেও তার আত্মবিশ্বাসই সব উত্তর দিয়েছে।

অভিনেত্রীর ব্যক্তিগত জীবনও থাকে নেটিজেনদের চর্চায়। কবে বিয়ের পিঁড়িতে বসছেন ভূমি? এই প্রশ্নে মাঝে মধ্যেই জর্জরিত হন তিনি। এবার সেই সকল প্রশ্নেরই উত্তর দিলেন।সম্প্রতি মুম্বাই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘কোনওকিছুর জন্য তাড়াহুড়ো করিনি। তাই জীবনসঙ্গী বাছাই করার ক্ষেত্রেও সময় নিচ্ছি।

আমি বিশ্বাস করি, একজন ভালো মানুষের সঙ্গে জীবন কাটানো জরুরি। কিন্তু তাড়াতাড়ি সেই ভাল মানুষকে খুঁজে‌ পেতেই হবে সেই ভাবনা মাথায় আসে না।’ এরপর ভূমি বলেন, ‘যদি আমার ভালবাসার মানুষকে খুঁজে পেতে দশ‌ বছর, ২০ বছর, এমনকী কাল পর্যন্তও সময় লাগে আমি অপেক্ষা করব। তাড়াহুড়ো করে বিয়ে করে অসুখী দাম্পত্য জীবন কাটাতে চাই না।

’অভিনেত্রীর বয়স এখন ৩৫। তাই তার এই জবাবেও উঠে এসেছে নেটিজেনদের কৌতূহল। অভিনেত্রীর কথা অনুযায়ী তবে কি মনের মানুষ না পেতে আরও অপেক্ষা করবেন ভূমি? সেই প্রশ্নের উত্তর খুঁজছেন অভিনেত্রীর অনুরাগীরা।

Show More

Related Articles

Back to top button