চাকরির খবর

লাকসামে অবসর গ্রহনের ৩৮ বছর পরও পেনশন পায়নি রেল কর্মচারীর পরিবার

মোজাম্মেল হক আলম, লাকসাম :
কুমিল্লার লাকসাম রেলওয়ের এক কর্মচারী অবসর গ্রহনের ৩৮ বছর পরও অবসরকালীন সুযোগ সুবিধা ও পেনশন থেকে বঞ্চিত রয়েছেন।
অনেক দৌড় ঝাপ করেও পেনশন না পেয়ে ওই কর্মচারী দীর্ঘদিন শারিরীক অসুস্থতা ভোগ করে অবশেষে ২০০৩ সালে মৃত্যুবরন করেন। ভূক্তভোগী ওই রেল কর্মচারী লাকসাম রেলওয়ে লোকোসেডের বুকিং ক্লার্ক গ্রেড-১ মোঃ সফি। বর্তমানে মানবেতর জীবন কাটাচ্ছে প্রয়াত ওই রেল কর্মচারীর পরিবার।
জানা যায়, রাজনৈতিক বিরোধে তৎকালীন চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ের দাপ্তরিক কেরানী বিহারী আব্দুল হামিদ খাঁনের ষড়যন্ত্রের শিকার হয়ে অবসরত্তোর চূড়ান্ত নিষ্পত্তি এবং পেনশন বঞ্চিত হন রেল কর্মচারী মোঃ সফি।
স্বামীর মৃত্যুর পর একাধিকবার রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ধরনা দিয়েও সদুত্তর পাননি বিধবা স্ত্রী তাহেরুন নেছা। প্রয়াত রেল কর্মচারী মোঃ সফির পরিবার সম্প্রতি মানবেতর জীবন যাপনের বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি আবেদনও দিয়েছেন।
Show More

Related Articles

Back to top button