রাজনীতি

সাবেক ছাত্রলীগ কর্মির মায়ের অপারেশনের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন ইনঃ অব গ্লাস এন্ড সিরামিকস ছাত্রলীগ

মোহাম্মদ উল্লাহ রানা:

সাবেক ছাত্রলীগ কর্মির মায়ের অপারেশনের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন বাংলাদেশ ইনঃ অব গ্লাস এন্ড সিরামিকস ছাত্রলীগ।

বাংলাদেশ ইনঃ অব গ্লাস এন্ড সিরামিকস ছাত্রলীগের সাবেক কর্মি মোঃ শাহজাহান আলীর মায়ের কিডনিতে পাথর ও কিডনি প্রায় ৫০% ডেমেজ হয়ে যায়। ছেলেটির মা এর অপারেশনের টাকার জন্য ছুটে আসে প্রানের ক্যাম্পাসে! তার এই দিশেহারা অবস্থা দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেন গ্লাস এন্ড সিরামিকস ছাত্রলীগ।

বাংলাদেশ ইনঃ অব গ্লাস এন্ড সিরামিকস ছাত্রলীগের দুই উজ্জ্বল নক্ষত্র সংগ্রামী সভাপতি শাহরিয়ার শাকিল ও বিপ্লবী সাধারন সম্পাদক শোয়াইব মন্ডলের অক্লান্ত প্রচেষ্টায় নগদ ৫০ হাজার টাকা হাতে তুলে দেন শাহজাহান আলীর হাতে তার অসুস্থ মমতাময়ী মায়ের চিকিৎসার জন্য।

Show More

Related Articles

Back to top button