ইসলাম

ওমরাহ ভিসা দিচ্ছে না সৌদি আরব সিনোফার্মের টিকায়

করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত দেড় মাস ধরে ওমরাহ পালন করতে পারছেন সারাবিশ্বের মুসলমানরা। যারা ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা বা জনসনের দুই ডোজ টিকা গ্রহণ করেছেন তাদের জন্য অবারিত রয়েছে এই সুযোগ। কিন্তু চীনের তৈরি সিনোফার্ম টিকা গ্রহণকারীদের জন্য দরজা বন্ধ রেখেছে সৌদি সরকার। বুস্টার ডোজ ছাড়া তাদের মক্কা-মদিনায় ঢুকতে মানা। ফলে বাংলাদেশের সিনোফার্ম টিকা গ্রহণকারীরা পড়েছেন বিপাকে। হজ এজেন্সিগুলোও হাতগুটিয়ে বসে আছেন। তাদের ভাষায়- টিকায় আটকে আছে ওমরাহ যাত্রা। বর্তমানে প্রতিদিন ৭০ হাজারের বেশি মানুষ ওমরাহ করার সুযোগ পেলেও সেখানে নেই বাংলাদেশের মুসল্লিরা।

জটিলতা নিরসনে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের নেতৃত্বাধীন ছয় সদস্যের একটি প্রতিনিধি দল এক সপ্তাহ সৌদি আরব সফর শেষে গতকাল মঙ্গলবার সকালে দেশে ফিরেছে। প্রতিমন্ত্রী  বলেন, সৌদি ধর্মমন্ত্রীর সঙ্গে আমি বৈঠক করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, বাংলাদেশের সিনোফার্ম টিকা গ্রহণকারীরা যেন ওমরাহ করার অনুমতি পান সেজন্য সৌদি সরকারের কাছে আবেদন করবো। আরও অনেক দেশ এধরনের আবেদন করছে। সৌদি সরকার বলছে, কেউ যদি চীনের তৈরি সিনোফার্মের টিকার দুই ডোজ নিয়ে থাকেন, তাহলে তাদের ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা বা জনসনের টিকার বাড়তি বুস্টার ডোজ নিতে হবে। মন্ত্রী বলেন, আমরা চাইব বুস্টার ডোজ ছাড়াই যেন আমাদের দেশের মুসল্লিরা ওমরাহ পালনে যেতে পারেন।এদিকে হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ-হাব এর একজন কর্মকর্তা জানান, সিনোফার্ম টিকার কারণে আটকে যাচ্ছে ওমরাহ যাত্রা। গত তিন সপ্তাহে মাত্র চার শতাধিক ওমরাহ যাত্রী সৌদি পাঠানো সম্ভব হয়েছে।

Show More

Related Articles

Back to top button