কুমিল্লা জেলালাকসাম

আন্তর্জাতিক অহিংস দিবসে লাকসামে মানব বন্ধন ও শান্তি পদযাত্রা।

সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ গড়ি, সহিংসতা বন্ধ করি, সম্প্রীতির বাংলাদেশ গড়ি। এই স্লোগানকে সামনে রেখে লাকসাম বাইপাস সড়কে শনিবার সকালে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে মানব বন্ধন ও শান্তি পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমস(আইএফইএস) এর সার্বিক পৃষ্ঠপোষকতায়, পিস ফেসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর যৌথ উদ্যোগে উক্ত মানব বন্ধন ও শান্তি পদযাত্রা অনুষ্ঠিত হয়।

হাফেজ মাওলানা ইব্রাহিমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মানব বন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পিএফজি এম্বাসেডর এডঃ বিকাশ চন্দ্র সাহা।
নিমাই সাহার পরিচালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, সুজন সভাপতি কাজী খোরশেদ আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ বারী মজুমদার, সুজন নির্বাহী সদস্য মনির আহমদ, দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়ক নাছির উদ্দিন ও সাংবাদিক জাফর আহমদ।

উক্ত মানব বন্ধন ও শান্তি পদযাত্রায় লাকসামের বিভিন্ন সামাজিক সংঘঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, স্কুল/কলেজের শিক্ষক, ছাত্র/ছাত্রীসহ সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছে।

Show More

Related Articles

Back to top button