কুমিল্লা জেলালাকসাম

লাকসামে পরিচয়হীন মেয়েটির পাশে লাকসাম প্রেস ক্লাব

শহীদুল ইসলাম শাহীন: গত কয়েকদিন থেকে লাকসাম চাঁদপুর রেল লাইনের পাশে অনুমান ২২ বছরের একটি মেয়ে পড়ে অজ্ঞান অবস্থায় পড়েছিল।

মেয়েটিকে দায়িত্ব নিয়ে যখন পাশের দাঁড়ানোর মত কেউ ছিলো না ঠিক তখনই লাকসাম নুপুর বুটিকস এর স্বত্তাধিকারী ও জয়িতা পুরষ্কার প্রাপ্ত নারী নেত্রী নাজমুন্নাহার নুপুর খন্দকার নিজেই স্ব-উদ্যোগে মেয়েটিকে লাকসাম সরকারি হাসপাতালে নিয়ে আসে।

বিষয়টি ভাইরাল হলে তখন লাকসাম থানা, লাকসাম উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের টনক নড়ে ওঠে। পরবর্তীতে মেয়েটিকে লাকসাম সরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে। এ খবর জেনে লাকসাম প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক এড. মোঃ রফিকুল ইসলাম হিরার নেতৃত্বে প্রেস ক্লাবের সদস্য মোঃ নাসির উদ্দিন চৌধুরী, শহীদুল ইসলাম শাহীন, সেলিম চৌধুরী হীরা সহ অনেকের উপস্থিতিতে তাকে আর্থিক সহযোগিতা করেন।

উল্লেখ্য যে, পড়ে থাকা মেয়েটির বিষয়ে জনৈক সাংবাদিক সেলিম চৌধুরী হীরা প্রশাসন সহ সংশ্লিষ্ট অনেকের সাথে যোগাযোগ করে ক্লান্ত হয়ে অবশেষে ফেসবুকে পোস্ট করে। এমন মানবতার দৃষ্টান্ত রাখার ক্ষেত্রে নারী নেত্রী নাজমুন্নাহার নুপুর খন্দকারের প্রশংসায় মেতে উঠেছেন।

পরিশেষে ইউএনও এর উদ্যোগে মেয়েটিকে ঢাকায় সংশ্লিষ্ট মিরপুর ভবঘুরে আশ্রয়নে পাঠানো হয়েছে।

Show More

Related Articles

Back to top button