কুমিল্লা জেলানাঙ্গলকোট

সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজী জামিনে মুক্ত

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক নেতা সহিদ উল্লাহ মিয়াজীকে জামিন দিয়েছেন আদালত।

শুক্রবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৪টায় কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৯ নম্বর আমলি আদালতে জামিন আবেদন করা হলে বিচারক চন্দন কান্তি নাথ তার জামিন মঞ্জুর করেন।

সহিদ উল্লাহ মিয়াজী ঢাকা থেকে প্রকাশিত দৈনিক রেনেসাঁ পত্রিকার সম্পাদক। এছাড়াও তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব।

এর আগে শুক্রবার ভোরে নাঙ্গলকোটের আশারকোটা গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

সহিদ উল্লাহ মিয়াজীর আইনজীবী অ্যাড. বদিউল আলম সুজন সন্ধ্যায় জাগো নিউজকে বলেন, ‘তার বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় ২০১৭ সালে বিস্ফোরক আইনের একটি মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। যে ঘটনায় তাকে আসামি করা হয়েছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না। বিজ্ঞ আদালতের কাছে বিষয়টি উপস্থাপন করা হলে বিচারক তার জামিন মঞ্জুর করেন।

Show More

Related Articles

Back to top button