দেশজুড়ে

মসজিদের একটি কাঠাল বিক্রি হলো ২৬ হাজার টাকায়। কী আছে এই কাঁঠালে?

আকারে বিশাল, নয়। তবুও নিলামের মাধ্যমে একটি কাঁঠাল বিক্রি হয়েছে ২৬, হাজার টাকায়। দাম শুনে অনেকের চোখ ছানাবড়া হতে পারে। তবে, কাঁঠালের ক্রেতা এই দামে কিনতে পেরে খুশিই হয়েছেন।শুক্রবার (২৯ জুলাই) দুপুরে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। কাঁঠালটির ক্রেতা ওই

গ্রামের বাসিন্দা কাঞ্চন মিয়া (৩৫)খোঁজ, নিয়ে, জ, না গেছে, পরমানন্দপুর, গ্রামের পূর্বপাড়া জামে মসজিদের, গাছে, ধরা মাঝারি আকারের, একটি কাঁঠাল শুক্রবার জুমার, নামাজের, পর, বিক্রির জ,ন্য নিলাম ডাকা হয়।এক, হাজার,

টাকা থেকে শুরু হয় নিলামের ডাক। আধা ঘণ্টার নিলাম, শেষে ২৬ হাজার টাকায় কাঁঠালটি কিনে নেন কাঞ্চন মিয়া।

তিনি, সাংবাদিকদের, বলেন, মসজিদ আল্লাহর ঘর। কাঁঠালটি মসজিদের, গাছের, হওয়ায়, মনের প্রশান্তির জন্য বেশি

দাম দিয়ে কিনেছি।মসজিদের, ইমাম, মাওলানা, আবদুস সালাম খান বলেন, কাঁঠাল বিক্রির, টাকা, মসজিদের, উন্নয়ন কাজে ব্যয় করা হবে।

Show More

Related Articles

Back to top button