জাতীয়

খালেদা জিয়ার যুক্তরাজ্য সফরে ভিসা সহায়তা দেবে সরকার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যে সফর করতে যাচ্ছেন। এ সফরের জন্য ভিসা সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে সরকার, এমনটি জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী হিসেবে যুক্তরাজ্যে যাচ্ছেন, তাই তাকে এবং তার সফরসঙ্গীদের ভিসা প্রক্রিয়ায় সহযোগিতা করা হবে।

যুক্তরাজ্যে পৌঁছানোর পরেও যেন তার কোনো সমস্যা না হয়, সেজন্য আমাদের মিশন সহায়তা করতে প্রস্তুত।

“এ সময় জুলাই-আগস্টের আন্দোলনে হতাহতের বিষয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের অগ্রগতি সম্পর্কিত প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, “জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রতিবেদন দিতে আরও এক সপ্তাহ সময় লাগবে।”

Show More

Related Articles

Back to top button