কুমিল্লা জেলামনোহরগঞ্জ

মনোহরগঞ্জের নাথেরপেটুয়ায় বাস চাপায় ৩ জন নিহত, আহত-৪

শহীদুল ইসলাম শাহীন: কুমিল্লার মনোহরগঞ্জের নাথেরপেটুয়ায় বাস চাপায় ৩ যাত্রী নিহত ও ৪ জন আহত হয়েছে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলাস্থ নাথেরপেটুয়া পুরাতন বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও নাথেরপেটুয়া ফাঁড়ি পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী হিমাচল এক্সপ্রেস (চট্ট মেট্রো-ব ১১-০৭৭৩ ) নামক একটি বাস নাথেরপেটুয়া পুরাতন বাজার অতিক্রম করার সময় নিয়ন্ত্রন হারিয়ে প্রথমে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টর কে ধাক্কা দেয়, বিশ গজ সামনে গিয়ে বাসটি একটি ব্যাটারিচালিত অটোরিক্সা (মিশুক) কে চাপা দেয় ও একটি বৈদ্যুতিক পিলারসহ সাথে জননী হোমিও নিকেতনকে ধাক্কা দিয়ে পরে একটি সিএনজি চালিত অটোরিক্সা কে চাপা দেয়। এ সময় সিএনজি চালিত অটোরিক্সায় থাকা ৬ জন যাত্রীর মধ্যে ৩ যাত্রী ঘটনাস্থলে নিহত হন। নিহতরা হলেন মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের মো. রাফি (২৩), নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার মো. ইয়াছিন (৩৫) ও একই এলাকার সিএনজি চালক মো. শাহাদাত হোসেন (৩৫)। আহত ৪ যাত্রীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গুরুতর আহত আবুল হোসেন (৬৫) কে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে বাসের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিক্সা উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। উল্লেখ্য, নাথেরপেটুয়া পুরাতন বাজার এলাকা সড়ক দূর্ঘটনার জন্য একটি আতঙ্কের নাম। এখানে সড়কে একের পর এক ঘটছে দূর্ঘটনা। এসব দূর্ঘটনার শিকার হয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু তাহের কোম্পানী, নাথেরপেটুয়া ফাযিল মাদরাসার শিক্ষক মাওলানা আবদুল মান্নানসহ অনেক শিক্ষার্থী, পথচারী, যাত্রী ও চালক প্রাণ হারায়। দীর্ঘদিন থেকে “নিরাপদ সড়ক” চেয়ে দাবী জানিয়ে আসছে স্থানীয় এলাকাবাসী।

 

Show More

Related Articles

Back to top button