চাকরির খবর

সেনাবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিষ্ঠানটি ৮৮তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে জনবল নিয়োগ দেবে। আবেদন করতে পারবেন ২০২১ সালের এইচএসসি/ ‘এ’ লেভেল পরীক্ষার্থীরাও। আবেদনের শেষ তারিখ ৯ অক্টোবর, ২০২১।

কোরের নাম: ৮৮তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স

amaderlaksam

যোগ্যতা:

জাতীয় মাধ্যম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/ সমমান পরীক্ষায়  যেকোনও একটিতে জিপিএ-৫.০০ ও অন্যটিতে জিপিএ-৪.৫০ পেয়ে উত্তীর্ণ।
ইংরেজী মাধ্যম: ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়েই ন্যূনতম ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে।
উল্লেখ্য, ২০২১ সালের এইচএসসি/ ‘এ’ লেভেল পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। কিন্তু তাদের অবশ্যই এসএসসিতে জিপিএ-৫.০০/ ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে ‘এ’  গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড বা সমমান ফলাফল থাকতে হবে।

বয়স: ০১ জুলাই ২০২২ তারিখে ১৭-২১ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য ১৮-২৩ বছর।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
জাতীয়তা: জন্ম সূত্রে বাংলাদেশি

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি), ওজন ৫৪ কেজি (১২০ পাউন্ড), বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), প্রসারণ অবস্থায় ০.৮১ মিটার (৩২ ইঞ্চি) থাকতে হবে।
মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি), ওজন ৪৭ কেজি (১০৪ পাউন্ড), বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭১ মিটার (২৮ ইঞ্চি), প্রসারণ অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) থাকতে হবে।

বেতন
নির্বাচিত প্রার্থীদের সরকার নির্ধারিত বেতন স্কেলে বেতন-ভাতা, বিনামূল্যে আহার ও বাসস্থান সহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদনের নিয়ম
আাগ্রহী প্রার্থীরা https:// joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ
০৯ অক্টোবর, ২০২১।

 

সূত্র : সমকাল, ২৩ আগস্ট, ২০২১

Show More

Related Articles

Back to top button