দেশজুড়ে

সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবীতে লাকসামে সুজনের মানববন্ধন

শহীদুল ইসলাম শাহীন:সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে, সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষিদের বিচারের দাবিতে সুশাসনের জন্য নাগরিক সুজন লাকসাম উপজেলা শাখা কর্তৃক আয়োজিত লাকসাম বাইপাসে এক বিশাল মানববন্ধন গতকাল ২৩ অক্টোবর অনুষ্টিত হয়।

মানববন্ধনের ¯েøাগান ছিল সাম্প্রদায়িক সহিংসতা অবিলম্বে বন্ধ কর, সহিংসতার ঘটনাগুলোয় জড়িতদের চিহ্নিত করতে নিরপেক্ষ তদন্ত কমিটি ঘটন করো, দোষিদের চিহ্নিত করে বিচারিক প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তি দান, সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, রাজনীতিতে ধর্মের ব্যবহার ও ধর্ম ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা ও পরষ্পরকে দোষারোপের রাজনীতিক সংষ্কৃতি পরিহার করা।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন সুজন লাকসাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শাহীন, সদস্য নারী নেত্রী খন্দোকার নাজমুন নাহার নুপুর, রতন লাল দাস। সহযোগীতায় ছিলেন জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসী ফোরাম, বিকশিত নারী নেটওয়ার্ক ও ইয়ুথ এন্ডিং হাঙ্গার, দি হাঙ্গার প্রজেক্ট।

Show More

Related Articles

Back to top button